T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী

ভাষাদিবসের কবিতা
আশ্রয়সুখ ঢের কেড়েছ, ভাঙনে নেই ভয়
আলোক মেঘে এঁকেছি আমার আখর পরিচয়।
চক্রাকার ধুম্রজালে খ্যাতি বিড়ম্বনা,
যাপনব্যথা অতিক্রমী বিজন সান্ত্বনা
বর্জিত সে বর্ণমালার বিস্তৃত অক্ষরে
আমার সত্ত্বা প্রকাশ হোক জন্ম জন্ম ধরে।
ফুরোলে কথা প্রয়োজনের; ন্যস্ত বিনির্মাণ
পাখিঠোঁটের আহার্য দেয় ঘরে ফেরার মান
অকস্মাৎ দুইটি ফোঁটা চোখের জলে ভেজে
শৈশবসুখ-পাঠশাল-ধুন স্মৃতির মন্তাজে
উথলে ওঠে অযুত প্রেমে মাতৃভাষা টান
ভাষাশহীদ রক্তে ভাসে আজও কিশোর প্রাণ
রস মাধুরী সৃষ্টিসুখে, জীর্ণ পাতা ঝরে
অভিযোজনে, বিস্মরণে, নিজেকে মনে পড়ে।
সুসংহত সম্মানবোধ, তার আরব্ধ দায়
আলোক মেঘমায়ায় আঁকে স্বকীয় বরাভয়।
ভাঙনে তাই নেই তো ভয়, মিলে থাকার ঋণ
মাতৃভাষা ও মাতৃদুগ্ধ… লালনে শর্তহীন।