প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)
ডুবে আছি
বিচ্ছেদ বারুদে ডুবে আছি, শুয়ে আছি
ছিন্নভিন্ন!
বাতিল বাক্সের কাগজের টুকরার মতো।
পড়ে আছি, বিকল যান, রৌদ্রজলে স্ন্যাত
বেদনাবিধুর
অসুখী – অনিদ্রাকাতর রাস্তার উপর।
তন্নতন্ন করেছি, পরমকে কাছে পাওয়ার
আরাধ্যকে
জানার। ছিটেফোঁটাও মেলেনি তাঁর আজো।
আস্ত একটি জীবনের অপব্যবহার, অপচয়
অতিমাত্রায়
অর্থহীন করেছে চলমান কালের কোলাহল।