অ আ ক খ র জুটিরা

একটু সোনালি বিকেল আর এক পাতা শব্দঝুলিতে এঁকেছি যেসব স্বপ্ন, তারা সবই ফিকে হয়েছে আপন তালে। পাহাড়ের গায়ের খরস্রোতা নদী আজ বয়ে যায় সুতোর মত আবেশে। আমি একা বসে পাইন বনের সারি গুনি। দূরের ওই মেঘলা আকাশে যখন অস্ত যায় সূর্য আমি একবার এঁকে নি পুরোনো সব হিসেব। ঝুপ করে ডুবে যাওয়া সূর্যরা বড্ড অভিমানী। চেয়েও যেন পাওয়া যায় না কোন উত্তর। আমি খালি আলগা সুতো বুনি অজানা সৃষ্টির উদ্দেশ্যে।
অনিন্দিতা ভট্টাচার্য্য