প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

মা ছাড়া স্বদেশ
মা ছাড়া স্বদেশ শূন্যস্থান এক, অনন্তকালের
অন্তহীন এক আহাজারি! সুপ্রিয় স্বদেশ আর ডেকো না-
আর ডেকো না ষড়ঋতু সংগীত, পরম মুগ্ধতার
ডেকো না সবুজ স্লোগান, আদিগন্ত।
বৃষ্টি বন্দনা, ডেকো না আত্রাইয়ের উথাল পাথাল ঢেউ
উৎফুল্ল রোদে স্নিগ্ধ হাসি, শাপলার
ডেকো না দোয়েল, দুয়ারে অন্তরের আর
এ এতিম কোথায় দাঁড়াবে আর কোন স্নেহ- সুষমায়?