কবিতায় অঞ্জন ব্যানার্জ্জি

যাপন
আধুনিক যাপনের জটিল ধোঁয়া
চলার পথে বাধার নিষ্ঠুর কুয়াশা
মিশে তৈরি হতাশার ধোঁয়াশা
আমাকে করে স্থবির, চলৎশক্তিহীন।
হঠাৎ কখনো এক কণ্ঠস্বর শুনি
তার মন্ত্র সরায় ধোঁয়াশা
উঁকি মারে পথ
ক্ষণিক আলোয় একটু অগ্রগতি
আবার বন্ধ চলা।
এভাবে এগোয় যাপনের মানচিত্র।