কাল হেরে গেছেন বলে আজও মন খারাপ!
আজ তো উৎসবের দিন, উঠে বসুন
কোলগেট ফ্রেশ কিনতে না পারেন, দেশের মাটি এখনও তো সব পাথর হয়ে যায়নি!
গোপনে অভ্যেস করুন
ভালো করে দাঁত মেজে, মুখ ধুয়ে থলি হাতে বাজারে যান
আপনার ন্যাতানো ভাব দূর হবে যখন দেখবেন
আলু, পিঁয়াজ, পটল, বেগুন তেলে পড়ার আগেই জ্বলছে
আপনার ঝিমিয়ে পড়া পালস রেট জেগে উঠে ছুটতে শুরু করবে, আমি জানি
আপনি আবার এসব নিয়ে বেশি আলোচনা করতে যাবেন না
মনে রাখবেন সামান্য বাজার দর নিয়ে কথা বললে মধ্যবিত্তের অহং- এ আঘাত লাগে
মনে মনে মেনে নিন এই চাপ, চাপের চোটে আপনার এই নিম্নগমন অর্থনীতির বিষয়
মাঝে মধ্যে আপদ বিপদ এসে ধস নামাবে
এক’পা দু’পা করে নিচে নেমে আসবেন আপনি
রেশনের লাইনে দাঁড়াবেন
আরে মশাই, তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভেঙে তো পড়ছেন না!
এটা আবার ফলাও করে বলার মত কী আছে?
সীমারেখা টেখার কথা এখনই ভাবতে যাবেন না আর তার তলার কথা টথা তলানিতেই থাকে
সুতরাং দেশের মাটি জিন্দাবাদ
নিন, দাঁত মেজে ফ্রেশ হয়ে দিন শুরু করুন, এগিয়ে যান