চেনা গলি পেরিয়ে যায় অতল সমুদ্রের গভীরে, খোঁজ না পাওয়া জাহাজের ভাঙা মাস্তুল ভেঙে গিয়েও হাওয়ার বিপরীতে দাঁড়াবার এক মরিয়া চেষ্টা করে। কিন্তু সময়ের ইত্তেফাক বুঝিয়ে দেয় কতটা নির্মম হতে পারে জীবনের পাশা খেলা। চার আর ছয়ের চালের ভুলে উল্টে যেতে পারে হেরে যাওয়া বাজি। সবই যেন সময়ের বিদ্রুপ। বুঝতে চাইলে বিশাল হিসাব আর বুঝতে না চাইলে,
হা হা, সবই ভেলকি….