কবিতায় বলরুমে অমিত বাগল

ব্যধিপুরুষের বেহালা
ন্যাড়া ডালপালা মানুষের চোখমুখে
আমি দুদন্ড জিড়োবো কোথায়,কোন মানুষের সাথে
এ-মন শুকনো, খটখটে পাতা ওড়ে চারদিকে
আমি আর খ্যাপা কালিপদ,মানুষের ঝড়াপাতা জড়ো করি,পোড়াই,জল ঢালি বছরের শোকতাপে
তারপরে বিকেলের ঘর
আর দুদিনের মধ্যেই বৈশাখ এসে যাবে
এই মোহে,মনে-বনে কচিপাতা দেয়ালা করে ওঠে
দেয়ালা তো ঠাকুরে ঠাকুরে কথা,ঘোর…
আজ আমার চৈত্রের শেষদিনে
মানুষের কচিপাতা দুলে ওঠা যদি দেখি
সিঙারা জিলেপি কিনে বাঁশপাতা ঠোঙা হাতে ঘর যাবো
দূর থেকে সুর করে তোমাকে ডাকবো