ও গোলাপ, প্রিয়তার গালের মত টকটকে গোলাপ
শেষ বিকালে
হাই তুলে
লম্বা ঘুম থেকে তাঁর জাগার মত স্নিগ্ধতার মাখামামাখি
প্রেমঝড়
তাঁর স্বর
ছড়ানো সুঘ্রাণ তোমার, বিমুগ্ধ বুকের সমান বিভাও।
২| এলিয়েন
সাড়ে ৭ বিলিয়ন গিজগিজ করা মানুষের পৃথিবীতে
তুমি নিরালায় নিঃসঙ্গতায় পুড়ে পুড়ে হও অঙ্গার
খাপছাড়া মানুষ
ঘাড়ত্যাড়া মানুষ
১.২ বিলিয়ন ঘরবাড়ি, ১৯৫ টি দেশে; অথচ তুমি গৃহহীন
পড়ে থাক উলঙ্গ রাস্তায় কুঁজো হয়ে রোদদগ্ধ, অসুস্থ
কুয়াশায় কম্পমান
কাদাজলে মাখামাখি
প্রতিবছর পৃথিবীতে ১.৩ বিলিয়ন টন খাদ্য অপচয়
অথচ অনাহার, অর্ধাহারে কাতরায় তোমার তিন পহর
ষড় ঋতুর পালাবদলে
তুমি যেন উপোসের উপাসক
৫০ থেকে ৪৩০ বিলিয়ন পাখির একটিও ডেকে ওঠে না তোমার নামে
একটুকরো ছায়াও বরাদ্দ নেই তোমার জন্য ৩.০৪ ট্রিলিয়ন গাছের