T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় অঞ্জন ব্যানার্জ্জি

পথে বদ্যি
চাল পুড়েছে মিছিলের আগুনে
মাটির দেওয়াল মাটিতে
পোড়া থামগুলো দাঁড়িয়ে
জানান দেয়
ঘরটা ছিল এখানে,
দগ্ধ দেহের গন্ধ পোড়া ঘরে
ফোঁপা কান্না ভাসে
দিনে রাতের কালো ছায়া
অসময়ে বাতাসে ঘুৎকার ধ্বনি।
মিছিল এগিয়ে চলে
একই রঙে রঙিন প্রত্যেকটা মুখ
প্রতি কণ্ঠে একই সুর,
রঙের তফাৎ হলে সেটা অসুখ
অসুখ সারাতে পথে নেমেছে বদ্যি
না সারলে অগ্নিশুদ্ধি।
কবির কবিতা পথভ্রষ্ট বদ্যির ঔষধি।