আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ আবদুল বাতেন (নিউ ইয়র্ক)

বিচার দাবি
পাহাড় পুড়ে যাচ্ছে
নদীও মরে যাচ্ছে
প্রশান্ত পাহাড়ে আগুন দিয়েছ তুমি
নিরীহ নদীকে চিবিয়ে খাচ্ছ তুমি-
কোটিপতি যে তুমি, ভণ্ড- লোভী ও প্রতারক
সে তোমার বিচার চাই, উপযুক্ত শাস্তি হোক।
অরণ্য উজাড় হচ্ছে
বুক চাপড়ে বিল কাঁদছে
তরুর মেরুদণ্ডে তোমার করাতের কামড়
বিলের বদনে তোমার কোদালের ক্রুর নখর
ব্যবসায়ী যে তুমি, দালাল, ক্ষমতাবান লোক
সে তোমার বিচার চাই, উপযুক্ত শাস্তি হোক।
রাস্তায় যে জননী কোকাচ্ছে
ভাগাড়ে যে বৃদ্ধ খাবার খুঁজছে
সে মায়ের বস্তি তুমি গুঁড়িয়ে দিয়েছ
সে পঙ্গু পিতার খাদ্য তুমিই লুটেছ
আলোর উৎসবে যে তুমি ছড়াও অশান্তি- শোক
সে তোমার বিচার চাই, উপযুক্ত শাস্তি হোক।
পৃথিবীকে পুতুল নাচের মতো নাচাচ্ছ
যে কাউকে ইচ্ছামত শোয়াচ্ছ
বিশ্ব বিবেক যে তুমি ছদ্মবেশী রাষ্ট্র প্রধান
রক্তে যার নষ্ট বিত্ত- হত্যা- বারুদের গান
অশ্লীল ও অসভ্যতার যে তুমি ধারক- বাহক
সে তোমার বিচার চাই, উপযুক্ত শাস্তি হোক।