T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় অভ্রনিলয় বসু

আমার উমা
আমার উমা রোজ সকালে সবার আগে ওঠে
বিছানা উঠিয়ে , ঘর ঝেড়ে , রান্না চাপায়
আমার উমা স্কুলে যায় একটু বেলা হলে
দুই বিনুনি চুলে লাল ফিতে মাথায়
আমার উমা হাঁটতে অনেকটা পথ পারে
মাঠ ঘাট , রাস্তা পেরয় সবই চটি পায়
আমার উমা সকলকে খেতে দেয় ঘরে
খাওয়া হলে সবার এটো মেজে সাজায়
আমার উমা পড়তে বসে সন্ধ্যে নামার আগে
রাত হলেই যে দরজা এটে সবাই ঘুমায়
আমার উমা সব পারে মুখটি বুঝে
দিন শেষে সাফল্য তাকেই শুধু খোঁজে ।