T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় অঞ্জন ব্যানার্জ্জি

দ্রোহী দুহিতা
তুমি বলেছিলে
একটা ঘর দেবে
লালবাতি জ্বলা রাস্তায়
অশ্বমেধের ঘোড়ার পিছনে দৌঁড়েছি।
তুমি দিয়েছ একটা জাদুঘর
সেখানে বাস করে
দিনে ডাইনি, রাতে দৈত্য।
অভিশপ্ত দেহে রাক্ষসী আগুন
নিমগ্ন তন্ত্র সাধনায়,
দৈত্য ও ডাইনির হাড়ে
নৃত্যগীতের বাদ্যযন্ত্র হবে,
জাদুঘর হবে
অশ্বমেধ ঘোড়ার আস্তাবল।