অ আ ক খ – র জুটিরা

বৈশাখ এর করাতে কিচিরমিচির
বৈশাখ মানেই এক অভূত মায়ার টান। বাঙালি হবে অথচ বৈশাখের মাদকতা টানবে না এমনটা হতেই পারে না। বৈশাখ মানেই কাঠ ফাটা রোদ সাথে অস্বস্তি, ঘাম এবং গরম ফ্রী। তারমধ্যেও নববর্ষ, রবীন্দ্র জয়ন্তী কিংবা কালবৈশাখী, এই ফুল প্যাকেজ টা কিছুতেই মিস করা যায় না। বৈশাখ মানেই ভুরিভোজ, নাচ গান, আমোদ আহ্লাদ, কিংবা খোঁপায় জুঁইফুল। যেন আলাদাই সাজো সাজো রব। বাঙালি যতই আধুনিক হোক না কেন বৈশাখের টানে সিকে ছেড়ে প্রত্যেকেরই। সেদিন মাটির টানে ফিরবেই ফিরবে। বিশেষ করে নববর্ষ যেন এক অন্য মাত্রা রাখে। সকালের প্রভাত ফেরি টু রাতের উৎসব। সত্যি বড়ই বিচিত্র এই বাংলা। ভালো না বেসে উপায় নেই। সে বাঙালিই হোক কিংবা অবাঙালি। দেশ বিদেশে বাঙালি যেখানেই থাকুক না কেন বৈশাখের নবপ্রাতে সকলে একবার সুর মেলাবেই মেলাবে…
“এসো হে বৈশাখ, এসো এসো…”
অনিন্দিতা ভট্টাচার্য্য