অ আ ক খ – র জুটিরা

জীবন আমাদের অনেককিছু শিখিয়ে যায়। সময়ে অসময়ে প্রতিটা ছোট ছোট বিষয়। জীবন যদি স্কুল হয় তাহলে সময় সবথেকে ভালো শিক্ষক। প্রতিটা না পাওয়ার মধ্যে আনন্দ খুঁজে পাওয়া এক বড় অদ্ভুত ভালোলাগা। যেটার স্বাদ মানুষ একবার পেলে আর সেখান থেকে বেরোতে পারে না। ঠিক সেরকমই জীবনের আরেকধাপ হলো ভালোবাসা। ভালোলাগা আর ভালোবাসা শব্দ দুটো একইরকম শোনালেও ফারাক বিস্তর। একটা এমনি এমনিই শেখা যায়, আরেকটি বুঝতে বুঝতেই একটা গোটা জীবন পেরিয়ে যায়। তবুও জীবন তো। এর থেকে বড় উপন্যাস বোধহয় আর কিছু নেই। তবে এই উপন্যাসের অদ্ভুত ব্যাপার হলো চাইলেই আগে সবকিছু পড়ে নেওয়া যাবে না। সঠিক সময়ে সঠিক পাতাটা ঠিক উন্মুক্ত হবে পাঠকের সামনে। আর সেই সময়ে দাঁড়িয়ে যে যত ভালো সেই অধ্যায়টা পড়তে পারবে। সেই শেষমেশ পুরো উপন্যাসের আনন্দ পাবে। তাই মাঝপথে বইটা বন্ধ করে দেওয়া বা আগে সব পড়ে নেওয়ার চেষ্টা দুটোই বৃথা। সময়কে বোঝাই হলো আসল, আর যে সেটা সবথেকে ভালো রপ্ত করতে পারবে সেই হলো আসল বিজয়ী। জীবনের বিজয়ী।
অনিন্দিতা ভট্টাচার্য্য