কবিতায় পদ্মা-যমুনা তে আবদুল বাতেন
by
·
Published
· Updated
বাতিঘর
উড়িয়ে দেবে দীঘল হেসে, শুনে-
তোমার সন্মোহনী স্বর ছিনতাই করেছে
আমার
বাস স্টপেজ, সাবওয়ে, অফিস ও বাসার ঠিকানা।
দূরে দিচ্ছে ঠেলে ঠেলে, অবজ্ঞায়
আমার দু’কান
ফোনের অ্যালার্ম, ডোরবেলের হিপ হপ
বিবিসি কিংবা সিএনএনের খবর।
প্রাগৈতিহাসিক যেন আজ
তুষারপাতে চিপস, চা আর মুভি দেখা।
কি ভেবে
সরিয়ে সরিয়ে দিচ্ছে আমার স্নায়ুর শহর
নাইটিংগেলের স্নিগ্ধ সঙ্গীত
রোদের কবিতাবৃত্তি
গির্জার ঘন্টাধ্বনি
শাশ্বত শ্লোক।
রাগ উথলে পড়বে জেনে?
প্রায় নিহত নাবিকের হঠাৎ পেয়ে যাওয়া
দারুচিনি দ্বীপের মত
আমার
অবচেতন মনের কৃষ্ণগহবরে জেগে আছে
তোমার জাদুময় কন্ঠস্বরের বাতিঘর।