কবিতায় বলরুমে অমিত বাগল

শুভ বিজয়া

২৫-শে ডিসেম্বর

আমাদের চাঁদ সাহেবের আমাকে দেওয়া ভালোবাসা উল্লেখযোগ্য …

চাঁদ সাহেব আমার RM (Relation Manager ) ছিলেন ,এখনও আছেন, শুধু আমি আর নেই তো…নো মোর কনটিনিউ …

স্যার আমাকে ভোলেন নি ,আমিও ভুলেছি নাকি ডিসুজাকে, সোফিয়াকে… সে ছিল অনেকটা আমাদের ইনটারেকসান!
আমার পেনশনের সারামাসের আকাশ-বাতাস খোওয়া গেছে জেনে ইনটারেকসান আমার সংসারের দায়ভার নিতে চেয়েছিল যে

আশ্বিন কী শুধুমাত্র-কেবল একটি সম্প্রদায়ের একার সম্পত্তি ! এমন নীল করে দ্যায় দীঘিজল…

ছোটবেলার দীপাবলীর আকাশে
একবার আমলাদহির তুলোপট্টির পাশের মাঠে বাজী প্রতিযোগিতায় দেখেছিলাম , অতো উঁচুতে উঠেই লেখা হয়ে গেসলো : যত মত তত পথ

এখন হেমন্ত
হিম…হিম…
কোথা গেলো কোথা গেলো তোর-আমার পৌষের ডাকপিওন!রামলাল বড় হয়ে গেছে,ও আর unruly boy নয়…

সোফিয়া ,এই নাও নিখিলের চানজল
রবিউল ,আমি মানি– ঈদের চাঁদেই তিনি চন্দ্রচূড়

ডিসুজা , তিনি অল মাইটি…তিনি পারতেন নিজেকে ক্রুশ থেকে সরিয়ে নিতে, নেন নি…
যেন তাঁর রুধির ধারায় এ ধরনীর যত পাপ ধুয়ে যাক

চাঁদ স্যার , আপনার জন্য আমি আর কী লিখবো !

লিখি : আদাব স্যার।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।