T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় অনিন্দিতা ভট্টাচার্য্য

বাঙালির কাছে কিন্তু শরৎকাল শুধু নয়। বাঙালির হয় পুজোর মাস। মা আসছে। আলাদারকম যেন সবকিছু। ছোট বয়সে পুজোর একরকম আনন্দ। বড় বয়সে একরকম তো বয়সকালে আরেকরকম। এবার যেন একটু বেশিই পুজো পুজো ভাব সারা আকাশ বাতাস জুড়ে। ছুটন্ত ট্রেনের কাঁচের বাইরে, কাশফুলের দোলা তো ভোরবেলায় শিউলি ফুলের গন্ধ। আর দূরে ওই পুকুর পারে পদ্মের রাশিরাশি। মা যে সত্যি আসছেন। পুরো প্রকৃতিকে জানিয়ে তিনি আসছেন। সারা বছরের অপেক্ষা যেন খুব বেশি মনে হয়না..তাই না! মায়ের জন্য তো এইটুকু করাই যায়, তাইনা! তবু আজকাল সবকিছুই যেন একটু বেশি বেশি। মহালয়াতে দেবীর আগমন হয় মর্ত্যে। শাস্ত্র মতে দেবী মহালয়া থেকে ষষ্ঠী পর্যন্ত থাকেন বেলতলায়। তারপর মহা ধুমধামে পূজিত হন প্যান্ডেলে প্যান্ডেলে। সত্যতা কতটুকু জানা নেই। তবে সেটাই যেন বেশি ভালোছিল। এই, মহালয়া থেকেই এত বেশি মেতে ওঠা… থাক পুজো তো! মা আসার আনন্দে সবই যেন সাজো সাজো রব। আনন্দে থাকুন সবাই। ভালো কাটুক সবার পুজো।
শুভ শারদীয়া।