কবিতায় বলরুমে অসীম বিশ্বাস

আমার রবীন্দ্রনাথ

সেদিন, শৈশবের দোরগোড়ায়
এক গ্রীষ্মের সকাল,
সবে তখন চিনেছি তাঁকে –
“তব শুভ নামে জাগে
তব শুভ আশীষ মাগে
গাহে তব জয় গাথা”র সঙ্গীতে;
প্রধান শিক্ষিকার ইচ্ছায়
মা গড়ে দিয়েছিলেন রজনীগন্ধার মালা,
কাঁচের ফ্রেমে হাতের স্পর্শে সেদিন স্কুলে
পরিয়ে ছিলেম শুভ্র মালাখানি, তাঁর গলে।
এক মুহূর্তের জন্য আমার হাতখানি
ছুঁয়ে ছিল তাঁর হৃদয়ের দক্ষিণে!
সেদিন আমার জীবনের
প্রথম পঁচিশে বৈশাখ,
ভারতবর্ষের জাতীয় সংগীতের স্রষ্টা
কবি রবীন্দ্রনাথের জন্মদিন।

তারপর তাঁর সাথে পরিচিত হলাম
‘কুমোর পাড়ার গরুর গাড়ি’ কিংবা
‘আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে’ কবিতায়,
সেবার কৈশোরের দোরগোড়ায়
অভিনয় করলাম অমল ও দইওয়ালায়
অমল চরিত্রে,
আক্ষরিক অর্থে আমার জীবনে
সেদিন ছিল দ্বিতীয় পঁচিশে বৈশাখ,
কবি, লেখক, নাট্যকার, সংগীতস্রষ্টা,
গীতাঞ্জলি লিখে ভারতের প্রথম নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন।

পড়লাম ভানুসিংহের পদাবলী, গোরা, ঘরেবাইরে ইত্যাদি
দেখলাম শ্যামা, চিত্রাঙ্গদা, মায়ার খেলা, চণ্ডালিকা!
যৌবনের দোরগোড়ায় এসে
হাওয়াইয়ান গীটারে তুলেছিলাম ‘আকাশ ভরা সূর্য তারা…’ কিংবা ‘কি গাবো আমি কি শোনাবো’ গানগুলো।
প্রথম প্রেমের সাগরে ভেসেও ছিলাম-
প্রেমিকার কণ্ঠে ” ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো– তোমার মনের মন্দিরে…গানে ;
প্রেমিক চোখেই সেদিন ছিলো আমার জীবনের
তৃতীয় পঁচিশে বৈশাখ!
বিশ্ববিজয়ী মহা-মানব, গুরুদেব, গীতিকার,
গীতবিতান ও সঞ্চয়িতা স্রষ্টা এবং নাইটহুড উপাধি ত্যাগী
বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন।

মধ্য যৌবনের দোরগোড়ায় এসে দেখলাম
আমি রবীন্দ্র প্লাবিত…
সেবার,নিজেকে আবিষ্কার করলাম রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের কর্ণধার হিসেবে
অনুষ্ঠানের শুরুতে নিজ হাতে পরিয়েছিলাম
রজনীগন্ধার মালাখানি তাঁর গলে
এক মুহূর্তের জন্য আবার আমার হাতখানি
ছুঁয়ে ছিল তাঁর হৃদয়ের দক্ষিণ গলিতে !
মঞ্চে আমার কন্যা তখন চিত্রাঙ্গদা বেশে,
নেপথ্যে গাইছে সবাই “গুরু গুরু গুরু গুরু ঘন মেঘ গরজে পর্বতশিখরে…”
সেটাই ছিল আমার জীবনের
চতুর্থ পঁচিশে বৈশাখ
বিশ্বকবি, গুরুদেব,
বিশ্বভারতীর স্রষ্ঠা
কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন।

অবশেষে বার্ধক্যের দোরগোড়ায় এসে
তাঁকে নিয়ে লিখেছি ‘ রবি অস্তমিত ‘
লিখেছি “অন্তহীন প্রগাড় এপিক স্রষ্টা,
বহ্নিমান চিতায় জ্বলেছিল সেদিন,
গঙ্গার কোলে তখন
ভাসমান চিতা ভস্ম”।
আমার জীবনে এলো
পঞ্চম পঁচিশে বৈশাখ!
বিশ্বকবি, কবিগুরু, গুরুদেব
রবীন্দ্রনাথের আরো একটা জন্মদিন!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।