অ আ ক খ – র জুটিরা

বাসন্তীরাগ
বসন্ত বিলাপী কোন এক বিকেলে, তুমি আমি সূর্য্য পানে চোখ নিবিষ্ট রাখবো। যেন দুটি অভিন্ন হৃদয় প্রেমের অস্তরাগ ছুঁয়ে যেতে চায়। দূরের অস্তমিত সূর্যরাগ কানে কানে দুলিয়ে যাবে আলাপি সুরের মূর্ছনা। যেন এ এক অভূত চাওয়া।
অনেক বসন্ত পেরিয়ে দাঁড়াবো এরকমই কোন এক বিকেলে। আবেশীও আলাপ বলতে গিয়েও ছুঁতে পারবে না। হাতের কোচকানো চামড়া জানান দেবে হাজারটা বসন্ত পেরিয়ে গেছে। তবু তুমি যেন সেই চির সবুজ। এতটুকু বয়সের দাগ তোমার বসন্ত ছোয়া কমাতে পারে নি। আজও যেন সেই অমলিন প্রেম নিবেদন, আমার সম্মতির অপেক্ষায়।
মনে আর চোখের মিলনে তৈরি হবে ঘোরতর উচ্ছাস। যেন প্রেম সমুদ্রে ডুবে যাবে সেই আগের ষোল বছরের যুবক-যুবতী। সামনের বয়ে যাওয়া নদীর কল-কল ধ্বনি ও তালে তাল মেলাবে তোমার।
আমি যেন কিছুতেই মানতে নারাজ, “বয়স তো হলো আর কত”….
তবু নরম চামড়ার হাতে হাত রেখে ফোকলা দাঁতে সেদিন ও তুমি বলবে “ভালোবাসি, ভালোবাসি। বসন্ত যে আরও বাকি এখনো……. ।”