প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

টকশো
৪ টা কাক, কানফাটা চিৎকারে
তছনছ করছে
নির্জনতা বোনা রাত্রি উঠোন।
চুরি করা ভাগাড়ের ভাগ নিয়ে
কী গলাবাজির গোলাবর্ষণ
কাড়াকাড়ি, হাতাহাতি এক পর্যায়ে!
কে কতটুকু
গিলেছে ময়লার মিঠাই
সে গৌরবে গর্ভবতী একেকটা!
যমজ ভাই ওরা তলে তলে
পর্দা কাঁপায়…
লোক দেখানো, লোক হাসানো।