অ আ ক খ – র জুটিরা

একের পর শোকের ছায়া। একেই বোধহয় যুগের অবসান বলে। চলে যাচ্ছেন একেকজন মহারথী। অভিভাবকহীন হচ্ছে গোটা জগৎ। শিল্পী দের শিল্প রয়ে যাচ্ছে লিপবদ্ধ হয়ে। বলার ভাষা সত্যি আজ কম। কি লিখবো কি বলব বুঝতে পারছি না। আজকের সম্পাদকীয় সাদা পাতাই থাক। সেইসব বরণীয় শ্রদ্ধেয় দের সম্পর্কে আমার কলম সত্যি উপযুক্ত নয়। তাই আজ একটুকুই। পুরো শোক সামলে পৃথিবী আবার ঝলমল করে উঠুক।