T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় অরুন্ধতী ভট্টাচার্য্য

বৈশাখী
নববর্ষ। সংখ্যা সংগ্রহ যার প্রথম উপাচার, আর উপাচার অর্থে শুভ্র সাদা সকাল, আরও একটু বেশি উজ্জ্বল সূর্য। ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার মশগুল বাঙালির কাছে পয়লা বৈশাখ আদতেই একটা আবেগ আর অনুভূতির মেলবন্ধন
পয়লা শব্দের ভিতর লুকিয়ে থাকা যে ছোটবেলা তাতে শুধুই নতুন জামা আর হালখাতা নিমন্ত্রণ হিসেব। বাংলা ক্যালেন্ডারের বারোমাস্যা পেরিয়ে এক প্যাকেট মিষ্টিমুখ মনে করিয়ে দেয় আমাদের সব্বার একটা ভরপুর অতীত ছিল,ছিল অতিথিও। আজ পয়লা প্রাক্কালে যখন দেখি নিজগৃহে পরবাসী, তখন ভূমধ্যসাগরীয় ঢেউ ঢেকে দেয় এ আস্ফালন এ অতিক্রম। ফেলে আসা শৈশব আর হারিয়ে যাওয়া সময় বড় পিছুটান, আধিক্য। সময় থেমে থাকে না কারণ চলাচলই তার জন্মদিন। আজ যা নবীন আগামীকাল তা-ই প্রাচীন। মুদ্রার এপিঠ ওপিঠ। প্রকৃতির নিয়ম বড় কঠোর, অনুশাসনের মতো তার পরিক্রমা। সেই নিয়মেই আমরা বয়ে যাই নুইয়ে যাই ফেরবার উঠে দাঁড়াই।এ নিয়মের বেড়াজাল না থাকলে নবযাত্রাপথ আঁকা হত না, হত না হেঁটে যাওয়া
…এতকিছুর পরও মন কাঁদে,”ফেলে এসেছিস কারে মন মন রে আমার”। যথাযথ এ উচ্চারণের সামনে আমরা ধ্যানস্থ হই সংকল্পে সম্ভাবনায়। এই বছরে আমরা কি হারালাম কি পেলাম সেই হিসেব বরং থাক, রাগ অভিমান ভুলে ভালবাসা আর ভালো থাকায় ভরে উঠুক নতুন বছর
বিদায়বেলা আরও মায়াবী হোক, ছেড়ে যাওয়া হোক আলোর মতো। আজ এই শুভদিনে তাঁর কথা ধার করেই বলি, “এসো হে বৈশাখ এসো এসো”