প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

তোমাকে
বুক বাঙ্কারে রেখেছি- তোমাকে
ডানা মেলা অনুভব
পেখম খোলা প্রেম।
রেখেছি- সুইস ব্যাংকের অ্যাকাউন্টের মতো
নিঝঞ্ঝাট তোমাকে
সদা সুরক্ষিত তোমাকে।
অমূল্য, অসাধারণ, সৌভাগ্য তুমি
বাসনা বাতিঘর
আমার স্বপ্নের ঠিকানা।
তোমার খোলা পিঠের জ্যোৎস্নাকাশ ভ্রমণে
ক্লিভেজের তিল ভ্রমণে
বুঝেছি তুমিই বেঁচে থাকা।