কবিতায় অঞ্জন ব্যানার্জ্জি

শোকবার্তা
আমার বাবা একটা পত্র দিয়েছিল
আজকের দিনে নয়
পঁচিশ বছর আগে তোমার বাবাকে
তখনও পত্রের চল ছিল
জানি না তোমরা পেয়েছিলে কিনা!
পত্রের কোনো উত্তর আসেনি।
তোমাকে একটা খবর দেওয়ার ছিল
গতকাল বাবা মারা গেছেন,
তুমি ছিলে স্নেহের পাত্র
তোমাদের সম্পর্ক ছিল বড় মধুর,
পঁচিশ বছর আগে উত্তর এলে
তুমিও থাকতে
বাবার পাশে শেষ সময়ে আমার সাথে
বাবা খুশি হতেন।