অ আ ক খ – র এর জুটিরা

জীবনে চলার পথটা খুব একটা মসৃন নয়। কখনো ভাঙতে ভাঙতেও গড়তে হয় আবার কখনো বা ভুলতে ইচ্ছা হলেও মনে রাখতে হয়। সবটাই সময় এর নিয়ম। এই মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার মধ্যে রয়েছে অদ্ভুত এক মিল। দুটোর কোনটাই ঠিক নয় আবার দেখতে গেলে ঐদুটোই সব থেকে বেশি ঠিক। কোন পরিস্থিতিতে কোনটা ফলাতে হবে সেটাই হলো জীবন। আবার কখনো দুটোকেই উপেক্ষা করে চলে যেতে হবে।
এই মিল-অমিলের দোলাচলের নামই হলো জীবন। ব্যালেন্স করাটা যাপন। তাই যা হচ্ছে হতে না দিয়ে মুঠি কে শক্ত হাতে ধরতে পারলেই এগিয়ে যাওয়ার পথ মসৃন নতুবা …
অনিন্দিতা ভট্টাচার্য্য