T3 || কালির আঁচড় পাতা ভরে, কালী মেয়ে এলো ঘরে || লিখেছেন আল্পি বিশ্বাস

হৈমন্তী
ধান কাটা শেষ হলে হেমন্তের রোদ্দুরও মাঠ ছেড়ে মেঘের ছায়া খোঁজে, সে যেন ধরা দিয়েই সরে সরে যায়। নতুন আলু,বেগুন, পালংশাক,ফুলকপির সাথে একটু ডালের বড়ি না হলে চলে না। রোদের চলার সাথে সাথে বড়ির থালাও সরতে থাকে। কুয়াশা ভোর থেকেই কেমন খাঁ খাঁ শূণ্যতা। আবছা গলিপথ, গলা ব্যথা, কাশির দমকে আটকে থাকে অজানা ভীতিবোধ। সতেরো ডিগ্রী সেলসিয়াসেই যেন হাড়ে সেঁধিয়ে যায় শীত। পাতা খসানোর বিষন্ন বেলায় ঝুপ করে নামে সন্ধ্যা।উদাসী হাওয়ায় দোলে আকাশপ্রদীপ। কোজাগরীর পূর্ণ রাকাশশীর অবয়ব সম্পূর্ণ হ্রাস পেতে পেতে এসে যাবে দীপাবলির রাত।