অ আ ক খ – র জুটিরা

একি সত্যিই সত্যি …!
জীবনের অর্থই হলো শিখর ছুঁতে ছুঁতে ফুরিয়ে যাওয়া। উচ্চতা কত ফুট বা আরও কতটা রাস্তা বাকি সেসব কিছুর ওপরই ফুরিয়ে যাওয়া নির্ভর করে না। সময়ের তালে শেষ হবে সবকিছুই। শুধু এই সময়ের বন্ধনে যে জয় করতে পারবে যতটা উচ্চতা তার জীবনের সফলতা ততটাই। কষ্ট সাধন তো করতেই হবে, নাহলে কি আর কেষ্ট মেলে! তাই কেষ্ট সাধনের লক্ষে বাঁধা অনিবার্য। মাঝে ফুরিয়ে যাওয়া সময়কে ছুঁতে চাওয়াই হলো মোহ। সেরকম খুব ছোট আর নড়বড়ে অবস্থায় শুরু হয়েছিল হালের ট্রেন্ডিং পোর্টাল Tech Touch Talk আর ঠিক তারই মাঝে কোনায় জন্ম নিয়েছিল সাহিত্য Marg। বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুজনের হাত ধরে এক পা এক পা করে হাঁটতে শিখেছিল সে। সেই ছোট যাত্রাপথ থুড়ি শিখর ছুঁতে চাওয়া, আজ ১৫০র গোড়ায়। এখন আর সে সেই হাঁটতে-চলতে না পারা সাহিত্য মার্গ নয়। সে এখন একজন জোয়ান। এই চলার পথে পাশে পেয়েছিল যেসব মানুষদের আজ সাহিত্য Marg কৃতজ্ঞতা জানায় সেই সকল মানুষদের। এবং আগামীতেও আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যাবে এভাবেই সর্বোচ্চ উচ্চতা জয়ের উদ্দেশ্যে। আর আমি…! আমিও বৃদ্ধ বাবা মায়ের মত সন্তানের পাশে থেকে দেখবো কিভাবে সন্তান বড় হয়ে সকলকে পাশে নিয়ে এগিয়ে চলেছে জয়ের লক্ষে।
অনিন্দিতা ভট্টাচার্য্য