|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় অঞ্জন ভট্টাচার্য

ও শহরের বাবু
ও শহরের বাবু
এ মন করলি কেন কাবু?
তোর প্রেমেতেই
দিন রাত্তির খাচ্ছি হাবুডুবু।
তোর রোদচশমার কাঁচে
আমার প্রতিবিম্ব নাচে,
আমার গ্রাম্য আবেগ
যায় যে গলে অজানা কোন আঁচে।
দেখে রূপের চটকদারী
আমার আটপৌরে শাড়ি
জড়িয়ে যায় পায়ে,
আমি পথ ভুলে যাই বাড়ির।
তোর শহুরে কথার টানে
মাদল বাজে আমার প্রাণে,
মন পাখি যে
বেড়ায় উড়ে সুদূরে আসমানে।
মন শ্রাবণে ভিজে
আমি লাজেই মরি নিজে,
কিচ্ছুটি আর
ভাল্লাগেনা, এখন করি কি যে!
জানি ফুরোলে তোর কাজ
ফিরে যাবিই কাল বা আজ,
একলা ঘরে কাটবে
আমার সকাল দুপুর সাঁঝ।
ও শহরের বাবু
এমন করলি কেন কাবু?
নিজেকে যতই
বাঁধতে চাই, মন মানেনা তবু।
★★★ প্রথম অনুচ্ছেদ ও শেষ অনুচ্ছেদে দুটি শব্দ শুনতে অনেকটা কাছাকাছি, কিন্তু আলাদা অর্থযুক্ত। প্রথম অনুচ্ছেদে ( এ মন ) এবং শেষ অনুচ্ছেদে ( এমন )। কম্পোজের সময় ভুল হয়ে যেতে পারে, এই ভাবনা থেকেই বিষয়টি উল্লেখ করলাম। ধৃষ্টতা মার্জনা করবেন।