T3 || নারী দিবস || সংখ্যায় আবীর ভট্টাচার্য্য

নদীর কথা, নারীর কথা
একটা নদী চলার পথে পিছন ফিরে হঠাৎ দেখে
একটা বাউল তার জন্যই জীবনভর আখর লেখে!
একটা শিশু তার জন্য স্লেট-পেনসিল জড়িয়ে ধরে
তার জন্যই গ্রাম-শহরে কবিতা ওড়ে, বৃষ্টি পড়ে।
জল আছে তাই গড়ে ওঠে সভ্যতা ও প্রাণ-জীবন
কারো হিসেব লক্ষটাকার,নুনপান্তায় কেউবা স্বজন
পাড় দুখানি দূর্বা-শ্যামল,পাখ-পাখালি ডাকে সুদূর
সুপ্রভাতের শিশির ভেজা,শিউলিতলা স্মৃতি-মেদুর
কিন্তু নদীর শরীর জুড়ে অলক্ষ্য কোন হৃদয়-ক্ষত
বন-জঙ্গল-পাহাড় বেয়ে ঝর্ণা হওয়ার কষ্ট কত…
উপলখন্ড ঘিরে ঘিরে জন্মচক্র আঁকার মত
একটা নদী জন্মভরে কেবল বাঁচে?হয়তো মরেও
যখন তার চলার ছন্দে ঢেউবিভঙ্গ আর থাকে না
একলা তার জীবনভর বন্ধু বুঝি কেউ হয় না…