প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউ ইয়র্ক)

প্রতিক্রিয়া
কাজল দেয়া তোমার চোখ চাবুকের পরশে
কেঁপে কেঁপে উঠছি আমি বিদ্যুৎস্পৃষ্ট!
ফুলে ফেঁপে উঠছি পূর্ণিমার জোয়ার যেমন
ঘেমে উঠছি কর্মব্যস্ত শ্রমিকের মতো
কারবালায় ডুবে যাচ্ছে আমার অবাধ্য অন্তর।
উৎসবমুখর তনু তোমার। করতালি আর
হাসির শব্দ সন্মেলন, পান এবং গানে ভরপুর
আঙ্গুলের ইশারায় আতশবাজির উল্লাস
পায়ের ছাপে ছাপে রূপানলের আক্রোশ
ছটফটিয়ে পুড়ছি পতঙ্গ, কি মধুর স্বেচ্ছামৃত্যু!