প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন

তোমাকে অভিবাদন কিন্তু

কুকুর বিড়ালের বদলে তুমি মানুষের বাচ্চা হয়েছ
চামচিকা বাদুড়ের বদলে তুমি মানবের উত্তরাধিকার
তোমাকে অভিবাদন, অভিবাদন
শকুন সাপের পেটে না হয়ে তুমি মানুষের ঔরসজাত
উঁই উকুন ছারপোকার বদলে তোমার মানুষের অবয়ব
তোমাকে অভিবাদন, অভিবাদন
লাল নীল ঠাণ্ডা গরম গ্রহে না হয়ে তুমি নীল পৃথিবীর প্রাণী
৬,৯০৯ টি ভাষার ৭৭০ কোটি মানুষের তালিকায় তুমিও
তোমাকে অভিবাদন, অভিবাদন

কিন্তু দেশজুড়ে গুণ্ডামি ভন্ডামি ভাঁড়ামির প্রতিপালক তুমি
পাফার মাছ হাঙর কুমিরের চেয়ে তুমি বিপদজনক
মিথ্যার মেশিন তোমার মুখ থেকে মুছে ফেলতে পারোনি
তুমি কিং কোবরা মশার চেয়ে মারাত্মক ক্ষতিকর
সমাজে সন্ত্রাস শোষণের ষোলকলা পূর্ণ করেছ অনায়াসে
বিষাক্ত কালো ব্যাঙ নেকড়ের চেয়ে নিকৃষ্ট তুমি
তুমি অভিশাপ আততায়ী
সভ্যতার মানবতার, তোমার সমস্ত জীবন একদলা থুতু..

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।