প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

এখন
এখন মৃত্যুর দিকে আমি মুখ করে থাকি
নৈঃশব্দের সুড়ঙ্গে সদা পেতে রাখি কান
শ্বাস প্রশ্বাসে গাঁথি
উথাল বসন্তে, ভালো না থাকার গান।
রং তুলি নিয়ে খেলি খোলা ক্যানভাসে
লাল এখন নীল, সবুজ সব রঙের রং
নদী নৌকা যাই আঁকি
ত্বরিত গিলে খায় সন্ত্রাসী সাদাদের গং।
উঠে আসে হ-য-ব-র-ল বর্ণের বিন্যাসে
কঙ্কাল হাসে ডায়েরির পাতায়, কবিতায়
রাত জাগা অক্লান্ত স্ক্রিনে
বিদ্রূপ, হাহাকারের হাটবাজার বসে যায়।