প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

আমন্ত্রণ

শব্দসুন্দরীরা, এসো- স্ট্রবেরি অধর রাখো
উপেক্ষিত স্ক্রিনে আমার
স্তন রৌদ্রে পরিপুষ্ট হোক হাড্ডিসার ফাইলগুলো
আর কুয়াশাচ্ছন্ন কীবোর্ডে জ্বালো স্পর্শের বিভা

ফুটে থাক থোকা থোকা বাসনা বকুল- করবী
ডেস্কের চারধারে। ডাকুক- ডাহুক, একনাগাড়ে
কামনার কোকিল টেবিল ল্যাম্পে, নিরিবিলি
রাখো রঙিন হৃদয় ঐশ্বর্য
নির্ঘুম নিঃসঙ্গ রাত্রির ভাঁজে ভাঁজে…

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।