কান টানলেই আসবে মাথা ভুল কথা সে নয়
হবু রাজার মনে তবু রয়েছে সংশয়!
মনেমনে ভাবছে রাজা টানতে গিয়ে কান
হাতটা যদি না পায় নাগাল থাকবে কি তার মান!
কান টানতে ব্যর্থ রাজা – খবর কানাকানি
হতে হতে দেশময় তা হয়তো জানাজানি
হয়ে যাবে, তখন প্রজা বের করে তার দাঁত
ব্যাঙ্গ করে বলবে – রাজার লম্বা তো নয় হাত!
মান হারালে রাজা বলে মানবে না তো আর
কাপড় টেনে ধরবে প্রজা, বলবে – গদি ছাড়।
তখন গদি সামলানোটা হবে বিষম দায়,
কান না টেনে মাথা পাবার কি আছে উপায়?
ভেবে রাজা পায়না খুঁজে কিনারা বা কূল
ঘেমে নেয়ে একশা রাজার মনে হুলুস্থুল।
রাজার করুণ দশা দেখে কোটাল যায় কাছে
বলে – এক সহজ উপায় আমার জানা আছে।
বেজার মুখ রাজা বলেন – বাতলাও তা শুনি!
কোটাল বলে – নিয়োগ করুন উর্দি-ধর খুনি,
রাজ-আদেশে আনবে কেটে মাথার সাথে কান
হাত না দিয়ে হাসিল হবে বাঁচবে রাজার মান।
উপায় পেয়ে বেজায় খুশ রাজা বলেন – বটে
জানতাম না এতো বুদ্ধি আছে তোমার ঘটে!
আজকে থেকে মন্ত্রী পদে থাকবে না আর গবু
কোটাল দেবে শলা আর দেশ চালাবে হবু।