• Uncategorized
  • 0

অ আ ক খ – র জুটিরা

ঝলমলে স্কিনের দিলীপ কুমার

আরও এক বর্ষীয়ান অভিনেতার ছন্দপতনে রত্ন হারা অভিনয় জগৎ। বিগত বছরে একের পর এক অভিনেতা চলে গেছেন না ফেরার দেশে।
আজ সকালে সেরকমই আমাদের ছেড়ে চলে গেলেন আরও এক কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
তাঁর চলে যাওয়া রেখে গেল কিছু অমূল্য সব চলচ্চিত্রের উপহার। যা সময়ের সাথে সাথে আমাদের ফিরিয়ে দেবে তাঁর স্মৃতি। মানুষ তো চলেই যায়, তাঁর কাজ তাঁকে অমর করে দেয়। আর সময়ের হলদেটে আভায় ফিরে ফিরে আসে তাঁদের ফেলে রাখা স্মৃতির ভান্ডার।
সেরকমই দিলীপ কুমার ও দিয়ে গেছেন একের পর এক অনবদ্য ছবি। যাদের ভান্ডার অপরিসীম। যেখানে রয়েছে ‘দাগ’, ‘আজাদ’, ‘দেবদাস’, ‘মধুমতি’, ‘কোহিনুর’, ‘গঙ্গা যমুনা’, ‘লিডার’, ‘দিল দিয়া দার্দ লিয়া’ – এর মত বিশাল সম্ভার। যে অধিক জনপ্রিয় ‘ট্রেজেডি কিং’ নামে।
চলচ্চিত্রে পদার্পন ১৯৪৪ সালে “বোম্বে টকিজের” ব্যানারে “জোয়ার ভাটা”- য় অভিনয়ের মাধ্যমে। তাঁর অভিনয়ের ঝুলিতে রয়েছে ৬০টির ও বেশি সিনেমা।
অভিনয়ের দক্ষতায় মাতিয়ে রেখেছেন ঝলমলে পর্দা। কাজ করেছেন বৈজয়ন্তীমালা, নার্গিস, কামিনী কুশল, মিনা কুমারী, মধুবালা এবং সায়রা বানুর মত বিশিষ্ট সব অভিনেত্রীদের সাথে।
অভিনয় দক্ষতায় পেয়েছেন একের পর এক বিজয়ী পুরস্কার। ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে পদ্মভূষণ সম্মানে অভিহিত করা হয়। এছাড়াও পেয়েছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কার, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার ইত্যাদি।
তিঁনি হয়তো তাঁর নস্বর দেহ রেখে চলে গেছেন, কিন্তু তাঁর কাজ তাঁর শিল্প কিংবা তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে তিঁনি আজীবনই বেঁচে থাকবেন সকল মানুষের হৃদয়ে। অভিনয়ের প্রতিটা ঝলমলে স্ক্রিন বারেবারেই ফুঁটে উঠুক তাঁর অনবদ্য চিত্ররা।

অনিন্দিতা ভট্টাচার্য্য

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।