অ আ ক খ – র জুটিরা
জন্ম-অষ্টমী
বাঙালির কাছে যেকোন কিছুই যেন বেশ উৎসব। তা হোক না ছোট থেকে বড় কিছুই। সেরকমই দুর্গা পুজো আসো আসো রবের মাঝেই আজ দেবকী ও বাসুদেবের কোল আলো করে এসেছিলেন ভগবান শ্রী কৃষ্ণ। সেই জন্মতিথি উপলক্ষে সমস্ত ভারতে পালিত হয় জন্মাষ্টমী। স্বয়ং ভগবান এসেছেন মর্তে আর সেই দিন কে ঘিরে কোন উৎসব হবে না এমন হয় নাকি! তাই এই জন্মাষ্টমী তিথিতে প্রত্যেকটা ঘরে ঘরে ছোট নাড়ু গোপাল কে নিয়ে উৎসবে মেতে ওঠে সবাই। বিভিন্নরকম পিঠে পুলি থেকে শুরু করে মাখন পরোমান্ন, শ্রীকৃষ্ণের পছন্দ মত তৈরি হয় সবকিছুই। ভগবানের এই আগমন যেন সমস্ত খারাপ কে বিনাশ করে শুভ কিছু শুরুর ইঙ্গিত দেয়। তাই ধর্মপ্রান ভারতবাসী সকলে মিলে মেতে ওঠে এই উৎসবে।
সকলকেই জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা।
অনিন্দিতা ভট্টাচার্য্য