কবিতায় বলরুমে আবদুল বাতেন
by
·
Published
· Updated
চম্পা, ও চম্পাবতী গো
চম্পা, ও চম্পাবতী গো
তোমার নয়নের কারিশমা কাজলের
কোন কুয়াশায় হারালো?
ও চম্পাবতী গো।
যে তুমি ডাগর কলমিলতা
দুখিনা দুষ্টু বাতাসে মুখ থুয়ে মন পাশে
মেলে ধরতে গল্পের খাতা।
যে তুমি শঙ্খচিলের ডানায়
উড়ে উড়ে মেঘ ধরতে চাতকের চমক গড়তে
নরম নীলাকাশ আঙিনায়!
তোমার স্বপ্ন সৌধ গড়ালো
অশ্রুপাতের আঁধারে কষ্ট কোরাসে, আহারে!
দশদিগন্তে সে আর্তি ছড়ালো।
ও চম্পাবতী গো।