আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ আলোময় বিশ্বাস

বসন্তের প্রথম হাওয়া
কিছু ফুলের কথা বলা যায়
যাদের কেউ চেনে না। ভালোবাসার টানে
এমন আঁকা ছবির খোঁজে বেরিয়ে পড়ে
তরুণ মন, প্রাণকে ভাগাভাগি করার
এর চেয়ে উত্তম আর সময় নাই।
বসন্তের প্রথম হাওয়া
কিছু চিহ্ন নিয়ে আসে, যাকে বলা হয় রঙ।
আলো নত হয় পায়ের তলে, মাথার ওপর
পাতারা কাঁপে, এ কম্পন গভীরতর গীতস্বর।
দক্ষিণের হাওয়া
তুমি কাউকে কখনও
হতাশ করোনি!