কবিতায় বলরুমে অমিত বাগল

পথ
জানি
এ আমারই কুয়াশার
ছায়াপথে, কিছু কিছু উষ্ণতা তোমারই
রেখে দেয়া
সহজিয়া
তোমাকে বর্ণনা করি,রচনা আসেনা
পুরোনো সেই সব মিলিয়ে মিশিয়ে সে মেদুর ,নবীনতা ফুরোয় না
আকাশে
চিন্তা ছড়িয়ে যায় দিনেরবেলার শ্যামাসংগীতের মতো
এইসবই জোগাড়পত্তর, বাকি সব নিশামন্ত্র
আঁটো
একটির উপর আরেকটি,আরো সব সার্থকতা
সেরকমই, যেরকম ব্যর্থতা জমে জমে শীতের পাথর
প্রতিক্ষার
পাথরে পাখি উড়ে এসেছিল কবে,উড়ে গ্যাছে
পালকও পাথর হয়েছে
কবেকার রক্তদাগ।