অ আ ক খ – র জুটিরা
by
TechTouch Talk
·
Published
· Updated
যামিনী – ২
– আজ আকাশ জুড়ে মেঘেদের ঘনঘটা।
– তাদের হয়তো ঝরে পরার সময় হয়ে এসেছে।
– তোমার হেঁয়ালি করার অভ্যেসটা গেল না এখনও!
– মনে আছে?
– মনে পরে, আগে এরমই কোন এক বর্ষার দিনে…
– কিছুই আর আগের মত নেই।
– তবু স্মৃতিরা তো ফিকে হয়ে না।
– সময়ে যদি স্মৃতিরা মনে আসত তবে বোধকরি এই দিন দেখতে হত না।
– যামিনী, আমায় ক্ষমা করতে….
– আকাশ বড্ড কালো করে এসেছে। বৃষ্টি নামবে খুব তাড়াতাড়ি। চলি তাই। আবার অন্য কোন দিন কথা হবে…
-……
অনিন্দিতা ভট্টাচার্য্য