– কী দেখছো ওই দূরে?
– ব্যস্ত জীবন।
– হঠাৎ?
– মনে হলো।
– অভিমান?
– খামোখাই!
– তবে?
– কিছু না।
– কিছু চাই?
– পারবে দিতে?
– শুনি।
– বেলাশেষের সূর্য্য যখন ঠিক লাল টুকটুকে, তখনই আমি প্রেমে পড়বো। ব্যস্ত জীবনের পিছুটান ফেলে খুঁজে দিতে হবে এক মায়ার শহর। দূরের ওই সীমানা ছাড়িয়ে হবে তার ঠিকানা। নাম না জানা অচিন পাখির মত আমিও আস্তানা গাড়বো ওই মায়াজগতে। যেখানে অস্তরাগে মিশে যায় জমানো সব অভিমান। গোলাপি পাথরকুচি পাতায় ভরে থাকে সেখানের সমস্ত রাস্তা। পিছন ফিরলে যেখানে খুঁজে পাওয়া যায় অপার ভালোবাসা। যেখানে চারিদিকে খুঁজে পাওয়া যায় ভালোলাগার রঙ। বিরহ-বেদনা যেখানে সুরের ঝংকার তোলে। রাতের অন্ধকারেও সেখানে জ্বলে ওঠে প্রেমের হাজার প্রদীপ। ক্লান্ত মন যেখানে আরও একবার প্রেমে পড়ার সাহস দেখায়।