প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

আমার আঁকড়ে ধরা
আমার ছায়ার সাথে সাথে দাঁড়িয়ে যায় দেয়াল, আসমান ছুঁই ছুঁই
প্রত্যাবর্তনের পথঘাট সব রুদ্ধ আমার চিরতরে।
ঝরা পালক, খসা পাতা, আয়ুষ্কাল
কিংবা প্রবাহিত জলধারার মত ফেরে না আর উৎসস্থলে।
সবিনয়ে প্রত্যাখ্যান করেছি আমি পরী ও পারিজাতের প্রণয়
ফলফলাদির সমারোহ, দুধ মধু ও মদের লহর।
সুখ স্বাচ্ছন্দ্যের রাজসিংহাসন নর্দমায় ছুঁড়ে
নিয়তির ন্যায় আঁকড়ে ধরেছি তোমার
অনিদ্রা, অসুখ, রক্তপাত এবং অহরহ আত্মহত্যা।