সাতে পাঁচে কবিতায় আবদুল বাতেন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বসন্ত বারোমাস
কথারা কখনো ফিরে আসেনা, উৎসমুখে যেমন ফেরেনা
রুপালি ঝরনা, নিবিড় নদী
বেড়িয়ে যাওয়া বর্বর বুলেট।
তোমার আকাশ খোলা পিঠে রংধনু তিল- এই যে বলেছি
দীঘল চুলে মেঘের ঘরবাড়ি
পাপড়ি ছড়ানো মিহি লোমে
তোমার বুকের বনানীতে প্রথিত পূর্ণিমার গহীনে টানা গান।
রক্তিম আলতা ও মেহেদির নকশায় নরম রোদের ঝিলমিল
সিঁথিতে শায়িত পায়রার পালক
কন্ঠে কোকিলের উষ্ণ অভ্যর্থনা।
আকাশ পাতাল চষে বেড়াচ্ছে জুটিগণ, নিশ্চিদ্র গলা ধরাধরি
অস্থির অনিলে বসন্তের খোঁজে
মনন মসনদে বসিয়ে তোমাকে
পূণ্য শ্লোকের মত সতত বলছি-তুমিই আমার বসন্ত বারোমাস।