দিব্যি কাব্যিতে অনিন্দিতা ভট্টাচার্য্য

বন্দী শিকল পেরিয়ে…
জরাজীর্ণ মন জুড়ে যেন স্থূলকায় জীবন,
অন্ধকার ঘনিয়ে আসতে আসতে
ঝুপ করেই একদিন রাত্রি নামে, এই অচেনা বৃত্তে।
চারিদিকে সুন্দর সাজ-সজ্জায় বজ্রগর্ভ মেঘ,
যেন এখন-তখন সময়।
কি তাদের হাওয়ার দাপট!
এদিকে টুপ ওদিকে টাপ,
ছোট ছোট কয়েকফোঁটা,
কিংবা ছিটেফোঁটা!
শরীরে স্পর্শ পড়লেই যেন
কাঁটার মত শিহরণ!
তথাপি যদি কখনো সুযোগ হয়
সব বন্দী শিকল পেরিয়ে সোজা তেপান্তরের মাঠ!
দু-হাত এলোমেলো করে আকাশ পানে চাওয়া,
গাল বেয়ে নোনা স্রোত আর
বাইরের ঠান্ডা বিন্দু শিহরিত হয়ে জমাটি মিলন!
চুপ-চুপ,
ঐতো তারা আসে আবার বন্দী শিকল দুলিয়ে!
না-না আমি যে হব না আর বন্দী।
কোথায় পাবো এমন মিলন?
কোথায় পাবো এমন জীবন?
মনে মনে খিল-খিল
সবকিছু ভুলে দে তবে সীমাহীন স্রোতের
এক বিরাট ছুট!