অ আ ক খ – র জুটিরা

অক্ষরবীন্যাস
রাত গভীর হয় আছন্নতায়। ঘিরে ধরে হাজার মায়াবল। যদি বা ঘোর ঘোরতর হয়! ডায়েরির পাতা উল্টাই আপনমনে। কখনো বা লিখে রাখি দু-এক খসড়া। কিন্তু, হাজার ও ভুল চুক। বাইরে যখন বৃষ্টিরা সহবাস রচনা করে আমিও যত্নে দেখি তাদের মিলন। মেঘ গর্জায় আলো ঝলকায়। আহা কি সেই অপরূপ। চারপাশের সবুজেরা তাল মেলায় ছন্দে ছন্দে। টুপটাপ বৃষ্টি ফোঁটারা জল ঝরায় ডগায় ডগায়। আমি চোখ মেলে দেখি, শুধুই দেখি।
খোলা ডায়েরির পাতা ফর ফর করে ওরে। অক্ষরগুলো ডানা ঝাপটায় শূন্যতায়। কিন্তু আলগা হবার জো নেই। তড়িঘড়ি ডায়েরি বন্ধ করি এক এক বিস্মিত ভয়ে। ঠিক হিসাব না মেলা ওলট-পালট জীবনের মত না এই অক্ষরবীন্যাস ও খোঁজে মুক্তির ঠিকানা!