|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় আবদুল বাতেন

এ্যাকুরিয়াম বাস

রঙিন কাচের কারাগারে থাকি রঙিন মাছ
নাচাই লেজ, পাতলা পাখনা; সময়ে সময়ে
রুদ্ধশ্বাসে করি ছুটাছুটি, দিগ্বিদিক; স্বাধীনতার নেশায়
বিদ্রোহের বুদ্বুদ মিশে যায় জলের জাদুতে
অভেদ্য প্রাচীরে ঠোক্কর খেয়ে নিভে আসে
প্রাণে ঝলসে উঠা মুক্তির মশাল

খাই খুঁটিয়ে খুঁটিয়ে বিশেষ খাবার
ভ্রমণে মাতি-নকল সমুদ্রের তলদেশে নকল পাহাড়ে
নকল খাদের কিনারে
মিথ্যা লতাগুল্মে শুয়ে বসে করি অবকাশ যাপন
বুঝি না-
অহর্নিশ আলোর উচ্ছ্বাসে দিনরাতের আসা যাওয়া
ঋতুর পালাবদল, সুখ-দুঃখের উঠানামা
হায়! মায়াবী দাসত্বে ক্ষয়ে ক্ষয়ে যায় মহোত্তম জীবনের জয়গান

বনসাই

বেদনাকে রেখেছি বনসাই করে, তোমাকে না-দেখার; দীর্ঘসময়
কফিতে চুমুক দিয়ে ছেঁটে দিই অত্যাচার করা লোমশ হাত পা
তার অবাধ্য আঙুলের খামচে খামচে নেয়া নখ।

প্রায় পরিমিত খেতে দিই, কত কিছু মনে পড়ার শর্করা-আমিষ
রক্ত চলাচল থাকে স্বাভাবিক আমার দীর্ঘশ্বাসের উত্তাপে
মূলে তার ঢালি অশ্রুবিন্দু, দুর্ভাবনার মিছিলে; ঘন পায়চারিতে

যতনে রাখি। চোখে চোখে রাখি তার ভালো লাগা এবং না-লাগা
পারি না ডিলিট মারতে, ট্রাশ করে দিতে; ব্যথাবোঝা
পারি না শান্তদীঘি হয়ে থাকতে তোমাকে না-ছোঁয়ার শৈত্যপ্রবাহে

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।