কবিতায় পদ্মা-যমুনা তে অরণ্য আকাশ

মনের অসুখ
অসুখ যদি থাকে মনে
ডাক্তার বাবু করবে কি?
লুকাও যতই অরণ্য কোণে
খাওনা যতই মাংস ঘি!
কোনবা রোগে ধরলো বলে
ঘুম আসেনা নিশি রাতে,
অশান্তিতে বাঁধল বাসা মনে
শান্তিও গেল তারই সাথে।
ডাক্তার বদ্যি এলো গেলো
নেইতো তবু বিরামের দেখা,
বল পাইনা দেহমনে হায়!
কি যে, আছে ভাগ্যে লেখা।
দূর করো সব চিন্তার বোঝা
নিজেই পারো করতে সোজা
ডাক্তার বদ্যি তন্ত্র-মন্ত্র ওঁঝা
করোনা আর তালাশে খোঁজা।