T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় অশোক অধিকারী

১| বাংলা ভাষার কাছে
শস্যের ভাষা তার দায় ; সাদা ভাতের
ওপর খিদের বয়ান একটি স্বরবর্ণ।
নদীর ভাষা তার পলির উর্বরতা ;
তাতে ব্যঞ্জনবর্ণের একটি গাছ-
হাওয়ায় তার সহজপাঠ মেলে ধরে।
পাখির ভাষা তার ঠোঁটের স্পর্শ বর্ণ,
কিচিমিচি শব্দের আখ্যানমঞ্জরী।
মানুষের ভাষা তার একুশের বসন্ত,
ফোটা ফুলে সালাম রফিক।
২| একুশ এলে
একুশ এলে মিসড কল দেয় বাহান্ন ;
একুশ এলে ট্যুইট করে লর্ড কার্জন।
একটি অদৃশ্য সেলেটের ওপর লেখা হয়
‘মাতৃভাষা কারও বাপের নয়’। একজন মা
বালিশের তলায় হাত দিয়ে খুঁজে আনে কয়েন।
একটি কয়েন একদিন হয়ে ওঠে শহিদ তহবিল,
সংক্ষিপ্ত ও যথাযথ উত্তরের জন্যে এই মেডিজিঃ
ক্লাশে শিক্ষক পড়াচ্ছেন, ‘ একুশ মানে শীর্ষাসন’।