কবিতায় আকবর আলি

রাতটা যদি আরও একটূ বড়ো হতো

শব্দের পাহাড় মাথায় নিয়ে আমার মতো
রাতটা যদি আরও একটু বড়ো হতো ।
সারাদিন নানান প্রশ্নের বাধায়
দিনটা-কাটে অনেক রকম ধাঁধাঁয় ।

নিস্তব্দ রাত, আকাশের যতো গ্রহতারা
জাগায় স্বপ্নময়ী আশা,আর নীল-ধ্রুবতারা
একা-থাকা,একা-ভাবার, সময়টা রাতে-যতো
মিটিয়ে দেবে প্রলেপে হৃদয়ের এক্সরে করা ক্ষত ।
তাই, রাতটা যদি আরও একটু বড়ো হতো ।

কতো রজনী, কথা দিলে, এসে-মাঝরাতে
অক্ষরের-মিছিলে নিয়ে যাবে,হাত ধরে সাথে,
তোমার অপেক্ষায়, বহুকাল করে মাথা-নত
খুঁজেছি রাতের অন্ধকারের চুপকথা যতো,
জানি,আসবে-নিয়ে,প্রাণকথা,না’করে মর্মাহত,
সত্যি , রাতটা একটু যদি বড়ো হতো ।

রাতের-কখা,রাতের-ব্যাথার-সম্পদে-বিব্রত
শেখাওনি কেন-আজও, রাতটায়-কেমন রবো-রত ।
মনের-শব্দের পাহাড় করে বিতরণ, হবো আমি স্তব্দ
তবে, রাতটা যদি আরও একটু বড়ো হতো ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।